পাসুরির শিল্প হয়ে ওঠা
পশ্চিম আফ্রিকান পোশাক পরে বসে আছেন পাকিস্তানি গায়ক। গান শুরু হলো পাঞ্জাবি ভাষায়। অদ্ভুত এক সেট আর সেখানে বিভিন্ন ধারা ও ঘরানার মানুষের উপস্থিতি। কোক স্টুডিও পাকিস্তানের ‘পাসুরি’ এভাবেই শুরু হয় কিংবা এভাবে তাকে উপস্থাপন করা যায়। কথা আর সুরের মেলবন্ধন তো গানে থাকেই, কোক স্টুডিও সেখানে সুরের সঙ্গে সুর মেলাতে পারদর্শী। এবার তার সঙ্গে মিলেছে উপস্থাপনের নতুন কিছু অনুষঙ্গ। গানের কথা, সুর ও অন্যান্য সংযোজনের মাধ্যমে গানটি ভিন্নমাত্রা লাভ করেছে। কয়েক সপ্তাহ ধরে ‘পাসুরি’র গুণকীর্তন চলছে। করা হয়েছে কভার, হয়েছে নাচ ইত্যাদি। কিন্তু সেখানে অনেকে প্রশ্ন তুলেছেন, গানটি আসলেই ভালো? ফিউশনে কোক স্টুডিও যেভাবে কাজ করে তা অন্য কোথাও দেখা যায় না। এক যুগের বেশি সময় ধরে দর্শককে মাতিয়ে রাখছে এ আয়োজন। দর্শক মাতানোর সঙ্গে দিয়েছে মানসম্মত বহু গান। তবে এ বছর সেট ডিজাইন থেকে গানের ধরন, উপস্থাপন, সবকিছু নতুন করে সাজানো হয়েছে। সাধারণত ফোক ও সুফি ধারার গানের ফিউশন কোক স্টুডিও পাকিস্তানের বৈশিষ্ট্য হলেও এবার তুলনামূলক মৌলিক গান আনছে তারা। ২০১৭ সালে স্ট্রিংস চলে যাওয়ার পরের মৌসুমগুলো ভালো কাটেনি। মান নিয়ে কথা উঠেছিল। গত মৌসুমে হঠাৎই বন্ধ হয়ে যায়। এবারের মৌসুম নিয়েও শুরুতে দ্বিধা ছিল। কিন্তু সব হিসাব বদলে দিল ‘পাসুরি’। ভারতের এ সময়ের জনপ্রিয় কবি রূপী কউর গানটি শেয়ার করে লিখেছেন, ‘The words, the sound, the video, Ali Sethi, all of it…