রাবি প্রতিনিধি: রাত পোহালেই দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি)শাখা ছাত্রলীগের সম্মিলিত হল সম্মেলন।
হল সম্মেলনকে কেন্দ্র করে ক্যাম্পাসে বেড়েছে নেতাকর্মীদের স্লোগান-মিছিল ও মোটরসাইকেল শোডাউন।
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের মেইন গেট, টুকিটাকি চত্বর থেকে শুরু করে ক্যাম্পাসের প্রত্যেকটি হলে বিরাজ করছে বিভিন্ন আকৃতি ও রঙের ব্যানার। হল সম্মেলনকে কেন্দ্র করে নানা আয়োজনের পরিকল্পনা সাজিয়েছে রাবি শাখা ছাত্রলীগ।
এদিন সকাল ১০ থেকে শুরু হবে হল সম্মেলনের কার্যক্রম। কার্যক্রমের অংশ হিসেবে থাকবে অতিথিদের আসন গ্রহণ, পবিত্র কোরআন থেকে তেলওয়াত, পবিত্র গীতা পাঠ, জাতীয় সংগীত পরিবেশনা ও জাতীয় পতাকা উত্তোলন এবং দলীয় সংগীত পবিবেশনা ও দলীয় পতাকা উত্তোলন। পরে অতিথিদের বক্তব্য এবং বিকালে বিকালে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
হল সম্মেলনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন রাজশাহী সিটি কর্পোরশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল সরকার, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামাল, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার, পররাষ্ট্র মন্ত্রাণালয়ের প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, ডাক, টেলিযোগাযোগ, ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
অনুষ্ঠানটির উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. গোলাম কিবরিয়া এবং প্রধান বক্তা হিসেবে থাকবেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু।
উল্লেখ্য যে, এর আগে গত ২০২০ সালের ৫ ফেব্রুয়ারি হল সম্মেলন হওয়ার কথা থাকলেও তা ‘অনিবার্য’ কারণ দেখিয়ে স্থগিত করা হয়। ছাত্রলীগ দফতর সূত্রে জানা যায়, ২০২০ সালে হল সম্মেলনের তারিখ ঘোষণার পর পদ প্রত্যাশীদের কাছ থেকে সিভি আহ্বান করা হয়। এতে সম্মেলনের জন্য ১৭ টি হল থেকে মোট ৪১৬ জন পদ প্রত্যাশী সিভি জমা দেন।