আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে কৃষক শ্রমিক জনতালীগ ৩০০ আসনে প্রার্থী দেবে। শনিবার (৪ নভেম্বর) বিকেলে টাঙ্গাইলের সখিপুর পাইলট সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে কৃষক শ্রমিক জনতালীগের সম্মেলনে দলটির প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী এ কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপি নির্বাচনে আসবে কি আসবে না ওটা আমাদের দরকার নেই। বোনকে বলেছি, জনগণ যেন যাকে খুশি তাকে ভোট দিতে পারে আপনি সেই ব্যবস্থা করেন।
বিএনপি’কে উদ্দেশ্য করে তিনি বলেন, বিএনপিতে কি একজন মুসলমানও নেই, ইসরায়েল ফিলিস্তিনে শিশু মারছে, বৃদ্ধ মারছে, আর আমেরিকা বলছে যতক্ষণ পর্যন্ত গাজা উড়িয়ে দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত তারা ইসরায়েলের পক্ষে থাকবে। অথচ সেই পক্ষে বিএনপি?
তারেক জিয়া সম্পর্কে তিনি বলেন, তারেক ইংল্যান্ডে আছে। আমি সেদিনও বলেছি, বাবা তোমার মা অসুস্থ তুমি দেশে ফিরে এসো। এসে তোমার মাকে সেবা করো। তোমাকে যদি গ্রেপ্তার করে আমি বোনকে বলবো, ওকে ছেড়ে দেন, ও মার সেবা করবে। ইংল্যান্ডে বসে বসে ষড়যন্ত্র বাঙালিরা মেনে নেবে না।’
জনসভায় আবদুস সবুর খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা (বীরপ্রতীক), কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী, কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস, শামীম আল মনসুর আজহার সিদ্দিকী বক্তব্য দেন।