রাজশাহী জেলা ডিবি পুলিশের অভিযানে বুলবুল আহমেদ (২৬) নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে ১০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করেছে। রোববার দুপুরে ডিবি পুলিশ মাদকসহ হাতে নাতে গ্রেপ্তার করে। এ তথ্য নিশ্চিৎ করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রফিকুল ইসলাম।
তিনি জানান, রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সনাতন চক্রবর্তীর নির্দেশে ডিবির ইন্সপেক্টর আতিকুর রেজা সরকারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ডিবি পুলিশের একটি টিম রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী উজানপাড়া মাটিকাটা আদর্শ ডিগ্রী কলেজের পূর্ব পার্শ্বের আমবাগানে মাদারপুর গ্রামের খোরশেদের ছেলে বুলবুল আহমেদ (২৬) তার ব্যবহৃত একটি মোটরসাইকেলে করে অবৈধ মাদকদ্রব্য হিরোইন বিক্রয়ের উদ্দেশ্যে বহন করছিলো। এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে বুলবুলের রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলের সিট কাভারে নিচে একটি সাদা স্বচ্ছ পলিথিনে রাখা ১০০ গ্রাম হিরোইন উদ্ধার করে তাকে হাতে নাতে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত বুলবুল দীর্ঘদিন যাবত মাদক কারবারের সাথে জড়িতো। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে এবং একটি মাদক মামলায় ৩ মাসের সাজা প্রাপ্ত পলাতক আসামি বলে ডিবি পুলিশের কাছে স্বীকার করে। এ ঘটনায় গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।