মোঃ হাবিব উল্লাহ: নরসিংদীর মনোহরদী উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের (পাতিরদিয়া মোড় সংলগ্ন) লক্ষীপুর একদুয়ারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কুল ঘেঁষে পুকুর খনন করে বাণিজ্যিকভাবে মাটি বিক্রি করছে সৈদেরগাঁও গ্রামের ভূমি খেকু মারুফ মোল্লা,স্কুলের একতলা ভবনটি ঝুকিপূর্ণ অবস্থায় আছে। মারুফ মোল্লার দাপটের ভয়ের কারণে কেউ কিছু বলতে সাহস পায় না,নাম প্রকাশে অনিচ্ছুক এমন এক ব্যক্তি জানান,স্কুল চলাকালীন সময়ে ট্রলি দিয়ে মাটি স্থানান্তর করে। সড়কে ধূলো ময়লার কারণে স্কুলের ছাত্র/ছাত্রী সহ পথচারীদের চলাচলে সমস্যা তৈরি হচ্ছে ।
দিনে-দুপুরে প্রশাসনের নজর ফাঁকি দিয়ে, একদুয়ারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নাম ভাঙিয়ে তিনি দিব্বি কাজ করে যাচ্ছেন। । সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে গেলে দেন উল্টো হুমকি,বলেন কতো সাংবাদিক আসে যায়, কেউ কিছু করতে পারেনা। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন স্হানীয়রা।
পুকুরের মাটি বাণিজ্যিকভাবে ইটভাটায় বিক্রি করছে অসাধু ব্যবসায়ীরা
