নেত্রকোণা প্রতিনিধিঃ সর্বকালের সবশ্রেষ্ট বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ অফিসে নেত্রকোণা জেলা কার্যালয়ে কেক কাটার আয়োজন করা হয়েছে।
গতকাল সন্ধ্যায় পৌর আওয়ামীলীগের আয়োজনে অর্পিতা খানম সুমির সভাপতিত্বে নেত্রকোণা জেলা কার্যালয়ে ১০২ পাউন্ডের কেক কাটা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মতিউর রহমান খান সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ নেত্রকেণা জেলা শাখার, বিশেষ অতিথি হিসেবে ছিলেন পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, নুর খান মিটু।
অন্যান্যদের মধ্যে ছিলেন, শামসুর রহমান (ভি পি) লিটন, আতাউর রহমান (মানিক)সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
নেত্রকোণায় বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালন করেন পৌর আওয়ামীলীগ
