জোবাইদা ইয়াছমিন: ২০২২সালের ডিসেম্বর মাসে বাংলাদেশের প্রথম মেট্রো ট্রেন উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত চালুর পরিকল্পনা গ্রহণ করেছে। এই লক্ষ্য অর্জনে ডিএমটিসিএল এর কর্মচারিদের বৈদেশিক প্রশিক্ষণের অংশ হিসেবে পরিচালন ও রক্ষণাবেক্ষণ ক্যাটাগরির ১৯(ঊনিশ)জন-কে ১৪৩ দিন ব্যাপী Delhi Metro Rail Academy-তে Overseas Training-এ প্রেরণ করা হয়।
এই গ্রুপ প্রশিক্ষণ শেষে গত ০৭ মার্চ ২০২২ তারিখ দেশে ফিরে এসেছেন। প্রত্যাগত কর্মকর্তাগণের প্রশিক্ষণ অভিজ্ঞতা ও লব্ধজ্ঞান বিনিময়ের জন্য অদ্য ১৬ মার্চ ২০২২ তারিখ ডিএমটিসিএল এর সভাকক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, রোলিং স্টক ক্যাটাগরির ১৭(সতের)জন কর্মকর্তা বর্তমানে Delhi Metro Rail Academy-তে ১৬২ দিন ব্যাপী Overseas Training-এ আছেন। এই গ্রুপ মার্চ ২০২২ মাসের শেষ সপ্তাহে দেশে প্রত্যাবর্তন করবেন বলে আশা করা যাচ্ছে। এই মাসেরই শেষ সপ্তাহে পরিচালন ও রক্ষণাবেক্ষণ ক্যাটাগরির ২০(বিশ) জনের একটি গ্রুপের এবং সিগন্যালিং ক্যাটাগরির ১৭(সতের) জনের একটি গ্রুপের Overseas Training-এ যাওয়ার জন্য নির্ধারিত আছে।