ঢাকা কলেজ সাংবাদিক সমিতি থেকে প্রতিবারের মতো এবারও আয়োজন করছে দু’দিন ব্যাপি সাংবাদিকতা প্রশিক্ষণ। এ প্রশিক্ষণ দেওয়া হবে আগামী ২১-২২ মার্চ ঢাকা কলেজে। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবে।
দেশ বরণ্য সাংবাদিকরা কর্মশালায় শিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন। শেখাবেন সাংবাদিকতার হাতেখড়ি, লেখালেখি, ভিজুয়াল মিডিয়ার কলা-কৌশল আর একরাশ অভিজ্ঞতার ঝুলি। যা মিডিয়া স্বপ্ন পানে আপনাকে এগিয়ে রাখবে।
অংশ নিতে আপনাকে ২০০ টাকা বাবদ একটি ফরম পূরণ করতে হবে যা সরাসরি ঢাকা কলেজ সাংবাদিক সমিতি ও অনলাইনেও পূরণ করা যাবে আগামী ১৯ মার্চ পর্যন্ত।
দেশ বরেণ্য সাংবাদিকদের দেওয়া প্রশিক্ষণ শেষে থাকবে সার্টিফিকেট যা সাংবাদিকতার পথে আপনাকে এগিয়ে নিতে সহযোগিতা করবে।
ফরম লিংক: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe0BAFRT-iZvlYbDxfpixEIBy8vZH8WvEZvZ4NX8blcLKVtHg/viewform