মোঃ হাবিব উল্লাহ: শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের দড়িপুরা গ্রামের মৃত হাবিজউদ্দিনের ছেলে মৎস্যব্যবসায়ী জয়নাল মিয়া দীর্ঘদিন ধরে মাছের ব্যবসা করে আসছেন, বাড়ির দক্ষিণ পাশে মাছের খামার করে সংসার চলে তার,কিন্তু সম্প্রতি ৪/৫ দিন ধরে পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা মরে ভেসে উঠছে, অনেক ঔষুধ প্রয়োগের পর ও থামছেনা পোনা মারা যাওয়া।
মৎস্যব্যবসায়ী জয়নাল মিয়া জানান,এস,বি কোম্পানির কাছ থেকে মাছের খাবার( ফিড) বাকী নিয়ে মাছ চাষ করি।
মাছ বিক্রি করে টাকা পরিশোধ করতে হয় কিন্তু এবার মাছের পোনা মারা যাওয়ায় লোকসান গুনতে হলো। তিনি আরো বলেন,আমার উপর হিংসার বশীভুত হয়ে পুকুরে কেউ বিষ প্রয়োগ করছে কি না তাও জানিনা।