শনিবার, ১৯শে ফেব্রুয়ারী, ২০২২, ক্রিস্টাল প্যালেস্, গুলশান ক্লাবে,
জেসিআই ঢাকা ডায়নামিককে জেসিআই বাংলাদেশের নতুন একটি স্থানীয়
অধ্যায় হিসাবে উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
জেসিআই বাংলাদেশের জাতীয় সভাপতি সিনেটর নিয়াজ মোর্শেদ এলিট।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেফটেন্যান্ট জেনারেল (অব.)
শেখ মামুন খালেদ যিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের সাবেক কমান্ড্যান্ট
এবং সাব্লাইম গ্রুপের চেয়ারম্যান, সম্মানিত অতিথি ছিলেন জনাব এম
শোয়েব চৌধুরী, যিনি বাংলাদেশে মাল্টার সরকারী দূত এবং এশিয়ান এজের
চেয়ারম্যান, এবং বিশেষ অতিথি ছিলেন লিজিওন গ্রুপের চেয়ারম্যান
তানিয়া হক শারমিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের
উন্নয়ন পরিষদের চেয়ারপারসন ফাতিমা আক্তার নাজ, জেসিআই ঢাকা
ডায়নামিক অধ্যায়ের পৃষ্ঠপোষক সিনেটর এজাজ মোহাম্মদসহ জেসিআই
বাংলাদেশের জাতীয় পরিচালনা পর্ষদের সদস্যরা। উদ্বোধনী অনুষ্ঠানে
সিনেটর এস.এম. তানভীর সাদ আকাশ জেসিআই ঢাকা ডায়নামিক-এর
প্রতিষ্ঠাতা ও ২০২২ সালের স্থানীয় সভাপতি হিসেবে শপথ নেন। তিনি তাঁর
বক্তব্যে বলেন, জেসিআই ঢাকা ডায়নামিক সুবিধাবঞ্চিত শিশু, তরুণ
উদ্যোক্তা, প্রতিবন্ধী মানুষ এবং বিপথগামী প্রাণীদের নিয়ে কাজ করতে
চায়। তিনি জেসিআই ঢাকা ডায়নামিকের হয়ে বেশ কিছু প্রকল্প প্রতিষ্ঠা
করতে আত্মবিশ্বাসী যা ৩য় লিঙ্গের মানুষদের জন্য সমান অধিকার
সক্ষম করবে, মাদকের অপব্যবহার প্রতিরোধ করবে এবং মানুষের
মানসিক স্বাস্থ্যের বিকাশ করবে। জেসিআই ঢাকা ডায়নামিকের ২০২২
সালের পরিচালনা পর্ষদও এই অনুষ্ঠানে শপথ নিয়েছেন। তাঁদের মধ্যে
ছিলেন নির্বাহী সহ-সভাপতি ইশরাত শারমিন শিমু, সহ-সভাপতি ইমতিয়াজ
উদ্দিন, কাজী খায়রুন আহমেদ আলফি, ও লিয়াকত আলী চাকলাদার মারুফ,
সাধারন আইনী পরামর্শক এ.এন.এম. আরিফুল হক, প্রশিক্ষনের
অধ্যক্ষ নাহীম মাহতাব, কোষাধ্যক্ষ ইজাজুল হক, সভাপতির নির্বাহী
সহকারী মোমিনুল হক, পরিচালক এনামুল কবির শিশির, ইসতিয়াক হোসেন
খান, মোঃ মোসাব্বির হোসেন, নেহাল তাহের এবং সমিতির প্রধান মোঃ
মাইনুল হাসান দুলন, মোঃ রাগীব রাকেশ, জিয়া উদ্দিন ও শারমিন সুলতানা
লাবণ্য। তাঁরা সক্রিয়ভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, এবং জেসিআই
ঢাকা ডায়নামিকের প্রতিষ্ঠাতা পরিচালনা পর্ষদ গঠনের জন্য শপথ
নিয়েছেন। অনুষ্ঠানটি পৃষ্ঠপোষকতা করেছে ফার্ সিরামিকস্ লিমিটেড এবং
বে ডেভেলপমেন্টস্ লিমিটেড।