বিশেষ প্রতিনিধি: রাজধানী ঢাকার ধানমণ্ডি এলাকার রবীন্দ্র সরবরে গো আপ ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় অর্ধশতাধিক রিক্সাওয়ালাদের বস্ত্র বিতরণ করা হয়। শুক্রবার সকাল ১১ টায় ৮ জন ভলান্টিয়ারের সহযোগিতায় আয়োজন হয়।
গো আপ ফাউন্ডেশন মুলত এসডিজি তথা টেকশই উন্নয়ন লক্ষমাত্রা ১ বাস্তবায়নে সর্বত্র সব ধরনের দারিদ্রের অবসান ঘটানোর প্রচেষ্টা করেছে।
সংগঠনটির স্বেচ্ছাসেবী আনিকা জানান, সকল শ্রেণির মানুষের প্রতি সমান সম্মান দেখাই না আমরা।এই চিন্তা ধারা থেকেই আমরা আমাদের সামাজের চিন্তা ধারার পরিবর্তন আনতেই এই উদ্যোগ। আমরা রিকশাওয়ালা মামাদের প্রতি সম্মান জানাতে এবং সমান অধিকারের কথা ভেবে আমরা তাদের টিশার্ট বিতরণ করি।
ইভেন্ট লিডার রিমি জানান, মানুষগুলো রোদ, বৃষ্টির মধ্যে কষ্ট করে রিক্সা চালিয়ে নিজের ও তার পরিবারের ক্ষুধা নিবারণের দায়িত্ব নেয়, তাদের ক্ষনিকের মুখের হাসির কারণ হওয়ার জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।
এমন একটা প্রোজেক্ট এর দায়িত্ব নিতে পেরে আমি খুবই আনন্দিত। ধন্যবাদ গো আপ ফাউন্ডেশনকে আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। তাছাড়া ভলান্টিয়ারদের সাহায্য ছাড়া ইভেন্ট টি সম্পন্ন করা প্রায় অসম্ভব ছিলো! তাদের সাথে নিয়ে এমন আরো হাজারো ইভেন্টের দায়িত্ব গ্রহণ করতে আমি প্রস্তুত আছি, ইনশাআল্লাহ।
উল্লেখ্য, এর আগেও তারা নানাধরণের স্বেচ্ছাসেবী কাজ করেছেন এবং গতমাসের ২২ তারিখ রাজধানী ঢাকার বাহাদুর শাহ পার্কে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ‘আমাদের ইশকুল’ এর উদ্বোধন করে।