কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) উদযাপিত হয়েছে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস। সোমবার (৭মার্চ) সকাল সাড়ে ৮ টায় ৭ মার্চের ভাষণ প্রচারের মাধ্যমে এ দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়।
এরপর ১১ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈনের নেতৃত্বে এক র্যালি বের করা হয়। র্যালি শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপাচার্য।
প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় উপচার্য বলেন, আমি বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ শুনেছিলাম রেডিও মাধ্যমে। এই ভাষণ ছিল বাঙালি জাতির মুক্তির সনদ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নেতৃত্ব এগিয়ে যাচ্ছে বাংলাদেশ । বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করছে।
উপ-উপাচার্য অধ্যাপক ড.হুমায়ুন কবির বলেন ৭ই মার্চ বাঙালির জাতির অন্যতম স্মরণীয় দিন এই দিনেই বাঙালি জাতির মুক্তির দিন।এই দিন দেশের স্বাধীনতা ঘোষণা করছিলেন হাজার বছরের শ্রেষ্ট বাঙালি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।তার আর্দশকে ধারণ করে এগিয়ে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
রেজিস্ট্রার অধ্যাপক ড.আবু তাহের বলেন ৭ই মার্চ ভাষণের অনুপ্রেরণায় বাঙালিরা মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ছিল। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
এছাড়া ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজের নেতৃত্ব শাখা ছাত্রলীগ নেতা কর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।