নিজস্ব প্রতিবেদক: দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে শুক্রবার বেলা ৩টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅধিকার পরিষদ গণসমাবেশ ডাকে। চাল, ডাল, তেল, পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসাসহ ৩ দফা দাবি ছিল তাদের। কিন্তু ছাত্রলীগ সেখানে অবস্থান নেওয়ায় তারা চলে যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে।
সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা পুনরায় ছুটে শহীদ মিনারের দিকে কিন্তু শাহবাগ যেতেই পুলিশি বাধায় ফিরে যায় পল্টন। সেখান থেকে গুলিস্তান ও সবশেষ তারা অবস্থান নেন কাকরাইল মোড়ে।
ভাত দে, চাল দে, বেকারদের চাকরি দে নানা স্লোগানে প্লে কার্ড নিয়ে তারা রাস্তায় নামে। সঙ্গে যুক্ত হয় নিম্ন আয়ের মানুষও।
এরই মধ্যে শাহবাগে মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের উপর চড়াও হয় পুলিশ। এতে কয়েকজন নেতাকর্মী আহত হলে তাদের ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়।
গণ-অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া বলেন, ওদের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়াবে। ৯১-তে রুখে দাঁড়িয়েছিল, এবারও রুখে দাঁড়াবে। এই সরকারকে তারা এমন এক জায়গায় পাঠাবে, তা আপনারা দেখতে পাবেন।
গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেন, সভা-সমাবেশ, মিছিল-মিটিংয়ের মতো সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করাটা সম্পূর্ণ বেআইনি ও অমানবিক। কাজেই প্রশাসনের ভাই-বোনদের অনুরোধ করবো; সরকারের বেআইনি নির্দেশ পালন করবেন না।