মাসুদ পারভেজ, স্টাফ রিপোর্টার: বাংলাদেশ একটি কৃষি নির্ভরশীল দেশ। এদেশের কৃষকেরা কৃষি নিয়ে স্বপ্ন দেখেন। তারা ফলাতে চান জমিতে ফসল। কিন্তু অনেক সময় অনেকের ক্ষেত্রে তা বাস্তবায়ন হয় না। বাস্তবায়ন না হওয়ার পেছনে রয়েছে নানা কারন। তার মধ্যে অন্যতম প্রধান কারণ হচ্ছে অর্থ। অনেক কৃষকের ইচ্ছা থাকলেও তা অর্থের কারনে পূরণ হয় না। তাই অনেক সময় অনেক কৃষক ফসল ফলাতে পারে না। আবার অনেকেই কষ্ট করে হলেও তার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য বিভিন্ন পথ অবলম্বন করে থাকেন। তারই মধ্যে একজন মির্জাপুর উপজেলার দুল্যা মনসুর গ্রামের কৃষক শামছুন নাহার। তিনি ২০২১-২২ অর্থবছরে রাজস্বখাতের অর্থায়নে ভুট্টা চাষ করে প্রদর্শনী বাস্তবায়ন করেছেন।
সরেজমিনে গেলে জানা যায়, তিনি তার গ্রামের ইচাইল ব্লকে নিজস্ব ১৩৮ শতাংশ জমিতে সুপার সাইন ২৭৬০ জাতের ভুট্টা চাষ করেছেন। তিনি ভুট্টা বীজ বপন করেছেন ২৫ নভেম্বর ২০২১ ইং তারিখ।উক্ত ফসল দেখাশোনা করেন তার ছেলে মির্জাপুর সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোবারক হোসেন। তিনি তার নিজ দায়িত্বে ফসলের সঠিক পরিচর্যা করছেন বলে জানা যায়।
শামছুন নাহার ও তার ছেলে মোবারক হোসেন বলেন,আমাদের আশা ভুট্টা চাষে আমরা সফলতা পাব।তবে যদি সরকারের আরো সহযোগিতা পাই তাহলে আরো অনেক বেশি লাভবান হতে পারব।আমরা ফসল ফলাতে পারব কিন্তু আমাদের ত অর্থ নেই। তাই সরকারের নিকট সহযোগিতা চাই। সরকার আমাদের সহযোগিতা করবে, আমরা সরকারকে ফসল উপহার দেব।
এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার পাল বলেন, আমাদের পক্ষ থেকে আমরা তাদের সর্বোচ্চ সহযোগিতা করব।