নিটার প্রতিনিধি: “রফিক, সালাম, বরকত, আরো হাজার বীর সন্তান, করলো ভাষার মান রক্ষা বিলিয়ে আপন প্রান , যাদের রক্তে রাঙ্গানো একুশ ওরা যে অম্লান, ধন্য আমার মাতৃভাষা ধন্য তাদের প্রান।”
সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা
অধীর অপেক্ষায় চলে এলো একুশের প্রথম প্রহর!
ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার)এর শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ গণ যথাযোগ্য মর্যাদায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নিটারের কেন্দ্রীয় শহীদ মিনারে এর মাধ্যমে ‘মহান একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালনের প্রথম ধাপের সূচনা হয়।
সকল ভাষা শহীদদের জানাই বিনম্র শ্রদ্ধা
বেঁচে থাকুক ভাষা শহীদরা সকল বাঙ্গালীর মনে!এই বাংলা যতদিন ভাষা শহীদরা বাঙালির অন্তরে বেঁচে থাকবে ততদিন। -এই চেতনা অন্তরে লালিত করে
ইন্সটিটিউটের শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী রাত ১২.০১ মিনিটে ইন্সটিটিউটের শহীদ মিনারে প্রসাশনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন । এসময় তারা সকল শহীদের আত্নার শান্তিকামনা করেন,এবং তাদের ত্যাগ ও অবদান স্মরণ করেন। প্রসাশনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর পর প্রতিষ্ঠানের ফিল্ম এন্ড ফটোগ্রাফিক সোসাইটি,গেম এন্ড স্পোর্টস ক্লাব, কালচারাল ক্লাব,ডিবেটিং সোসাইটি,
কম্পিউটার ক্লাব,বিজনেস এন্ড ইনোভেশন ক্লাব, ক্যারিয়ার ক্লাব,ল্যাংগুয়েজ ক্লাব,সাইন্স সোসাইট, “নিটার সাংবাদিক সমিতি” সহ অন্যান্য সংগঠনের পক্ষে থেকে একে একে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়।
এবং –
“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি।
ছেলে হারা শত মায়ের অশ্রু-গড়া এ ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি।
আমার সোনা দেশের রক্ত রাঙানো ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি।”
গানের সুরধ্বনিতে স্মরণ করা হয় সকল ভাষা শহীদদের আত্মত্যাগ।
এসময়ে নিটার ডিবেট সোসাইটির সিনিয়র সদস্য জানান, আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিটার ডিবেটিং সোসাইটি এর উদ্যোগে আজ সন্ধ্যায় একটি বারোয়ারি বিতর্কের আয়োজন করা হয়েছে।
উক্ত বিতর্কটি অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।