মেহেরুবান হাবিব, লালমনিরহাট: বুড়িমারী স্থলবন্দর লোড-আনলোড কাজে নিয়োজিত সকল সাধারণ শ্রমিকদের মতবিনিময় ও কমিটি গঠন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত।
লালমনিরহাটে পাটগ্রাম উপজেলার বুড়িমারীর সকল সাধারণ শ্রমিকদের সাথে শ্রমিক লীগের সভাপতি সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় ও কমিটি গঠন বিষয়ে আলোচনা সভা হয় ।
গতকাল ২০ নভেম্বর সোমবার বেলা ১১ ঘটিকায় স্থল বন্দরে শ্রমিকদের সিরিয়াল ঘরের সামনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক লীগের কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি জনাব মোঃ সফর উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক সমিতির সভাপতি মোঃ সামছুল হুদা ও আরো বক্তব্য রাখেন পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদ সহ সকল শ্রমিকবৃন্দরা বক্তব্য দেন ।
শ্রমিকরা বলেন গত নয় বছরে ৪৪ কোটি টাকা উদ্ধার সহ আমাদের সাতটি দাবি পূরণ করা হোক । শেষে শ্রমিক লীগের সভাপতি সাজ্জাদ হোসেনের বক্তব্য দিয়ে আলোচনা সভাটি শেষ করেন ।