রায়গঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মেয়ের ছুরিকাঘাতে মা নিহত হয়েছেন। এই ঘটনায় মেয়েকে আটক করেছে পুলিশ।
১৬ অক্টোবর সোমবার দুপুরে উপজেলার চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ঝুমা কর্মকার বগুড়া জেলার শেরপুর থানার শাহাপাড়া গ্রামের শিবদাস কর্মকারের স্ত্রী। তার মেয়ে সিঁথি কর্মকার ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে শেরপুর থেকে ঢাকার উদ্দেশ্যে এসআর বাসে ওঠেন মা ঝুমা কর্মকার ও মেয়ে সিঁথি কর্মকার। পরে বাস থেকে হঠাৎ করে চান্দাইকোনা বাসস্ট্যান্ডে নেমে যান সিঁথি। বাস থেকে কেন নেমে গেছেন, এই কথা জিজ্ঞাসা করতেই মেয়ে সিঁথি ব্যাগ থেকে ছুরি বের করে মা ঝুমার বুকের বাম পাশে আঘাত করেন।
তারা আরও জানায়, রক্তাক্ত অবস্থায় আহত ঝুমাকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ আসিফ মোহাম্মাদ সিদ্দিকুল ইসলাম জানান, ঘাতক সিঁথিকে আটক করা হয়েছে। পারিবারিক কলহের জেরে এমনটা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।