আরিফিন মুন, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ শাহজাদপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সাত দিনব্যাপী বৃক্ষ মেলার-২০২৩ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১১ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামানের সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জেরিন আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষ মেলা শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজাদ রহমান।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাহিদুল ইসলাম প্রমুখ।
এর আগে উপস্থিত অতিথিরা উপজেলা চত্ত্বরে স্থাপিত মেলায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ঔষধি গাছের প্রায় ১০ টি স্টল পরিদর্শন করেন।