হাবিব উল্লাহ : মনোহরদীতে বিভিন্ন রকম সঞ্চয়ের মেয়াদোত্তীর্ণ টাকা তুলতে মনোহরদী উপজেলা পোষ্ট অফিসে গ্রাহক হয়রানির অভিযোগ পাওয়া গেছে।পোষ্ট মাষ্টারের দাবী,চাহিদার তুলনায় এক তৃতীয়াংশ টাকা বরাদ্দের কারনে এ অবস্থা চলছে।
মনোহরদী পোষ্ট অফিসে বিভিন্ন মেয়াদে রাখা বিভিন্ন রকম সঞ্চয়ের টাকা উত্তোলনে গ্রাহক হয়রানির অভিযোগ মিলেছে।মেয়াদোত্তীর্ণের পরও গ্রাহকরা এখানে দিনের পর দিন ধর্না দিয়েও তাদের পাওনা টাকা তুলতে ব্যর্থ হচ্ছেন
এ টাকা পরিশোধে নানা টাল বাহানায় আর্থিক অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নেয়া হয় বলেও মনোহরদী পোষ্ট অফিসের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।এ নিয়ে মেয়াদোত্তীর্ণ গ্রাহকগন ক্ষোভ প্রকাশ করেছেন।
এ বিষয়ে মনোহরদীউপজেলা পোষ্ট অফিসের পোষ্ট মাষ্টার নাদিয়া নাজনীন জানান,মেয়াদোত্তীর্ণ গ্রাহকের চাহীদা অনুপাতে টাকা বরাদ্দ পাচ্ছেন না তিনি।তার সাপ্তাহিক টাকার প্রয়োজন তিন কোটি।বরাদ্দ মেলে মাত্র এক কোটি টাকা।ফলে অনিচ্ছাকৃতভাবে গ্রাহকদের কিছুটা ভোগান্তিতে পড়তে হয় বলে স্বীকার করেন তিনি।তবে এখানে আর্থিক দুর্নীতির অভিযোগ একেবারেই সত্যি নয় বলে দাবী তার।