রুবেল মিয়া নাহিদ: কক্সবাজারের চকরিয়ার সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক পাঠশালার উদ্যোগে শোকাবহ আগস্ট উপলক্ষ্যে জনসাধারণের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও বঙ্গবন্ধুর জীবনাদর্শন নিয়ে অ্যানিমেশন চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
চকরিয়া উপজেলার হাজিয়ান-লোটনীর আমতলী স্টেশনে অনুষ্ঠিত এই প্রদর্শনীতে দর্শক হিসেবে উপস্থিত ছিলেন অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, জনসাধারণ ও শিক্ষার্থীবৃন্দ। ঘন্টাব্যাপী এই প্রদর্শনীতে “মুজিব ভাই এবং মুজিব আমার পিতা” শিরোনামের অ্যানিমেশন চলচ্চিত্র দেখানো হয়েছে।
এতে উপস্থিত দর্শকরা জানান, এই অঞ্চলে এটিই প্রথম উদ্যোগ যেখানে শিশু-কিশোর-মুরব্বী সবাই একই সাথে বসে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে জানতে পারছে।
সমাজকর্মী শিক্ষক মো: লোকমান বলেন, উক্ত এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে ইতিহাস সমৃদ্ধ প্রদর্শনী সত্যিই প্রসংশার দাবিদার।
চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজক ও মানবিক পাঠশালার প্রতিষ্ঠাতা ইরানুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে অত্র এলাকার জনসাধারণের ধারণা খুবই কম। এরই ধারাবাহিকতায় শোকাবহ আগস্টে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস তাদের মাঝে অ্যানিমেশন চলচ্চিত্রের মাধ্যমে প্রদর্শন করা হয়েছে। ইরানুল ইসলাম আরো জানান, শিল্প ও সংস্কৃতিতে এই অঞ্চলের জনগণকে বিকশিত করে স্মার্ট বাংলাদেশ গড়াই মানবিক পাঠশালা প্রধান লক্ষ্য।