মোঃ হারুনুর রশিদঃ বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে জাতীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মেয়র, মসজিদের ইমাম, শিক্ষকবৃন্দ, সাংস্কৃতিককর্মী ও সাংবাদিকবৃন্দের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার সন্ধায় উপজেলা অফির্সাস ক্লাব চত্ত্বরে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মুন্টু মন্ডল, সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, ভাইচ চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার, শাহীনুর বেগম।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসার বৃন্দ, ইলেকট্রনিক্স-প্রিন্ট মিডিয়ার সিনিয়র ও জুনিয়র সাংবাদিকবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।