আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরির সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
বুধবার (১৩ এপ্রিল) দুপুর ৩টার দিকে প্রতিমন্ত্রী স্পিড বোটে পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া ঘাটে এসে পৌঁছে লঞ্চঘাট ও ফেরিঘাট পরিদর্শন করেন। দেশের ব্যস্ততম দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ঈদে ঘরমুখো যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘স্বাভাবিক সময়ে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ১৭ থেকে ২০টি ফেরি চলাচল করলেও ঈদে এই পথে ফেরির সংখ্যা আরও বাড়ানো হবে। যাতে করে ঈদে ঘরমুখো মানুষ স্বাভাবিকভাবে বাড়ি ফিরতে পারে। আশা করি, কোনও প্রাকৃতিক দুর্যোগ না হলে ঈদে ঘরমুখো যাত্রীরা নির্বিঘ্নে পারাপার করতে পারবে।’ এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করে তিনি। এ ছাড়া পদ্মায় পানি বাড়ার সঙ্গে সঙ্গে যেসব ঘাট ভাঙনের কারণে বন্ধ রয়েছে সেগুলো মেরামতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ প্রদান দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, শিবালয় উপজেলা চেয়ারম্যান রেজাউর রহমান জানু মিয়া, গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান মো. মোস্তাফা মুন্সী, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক খান, গোয়ালন্দ পৌর মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জান চৌধুরী প্রমুখ।