ট্রেনের ধাক্কায় ঘাটাইলের তিনজন অটো রিকশা আরোহীর মৃত্যু ঘটেছে।
নাজমুল আদনানঃ
আজ সোমবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার ঢাকা-উত্তর ও দক্ষিণাঞ্চল রেললাইনের অরক্ষিত রেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- ঘাটাইল উপজেলার কদমতলীর গারট্ট গ্রামের হামিদ মিয়ার ছেলে তায়েবুল। তার মেয়ে তাহমিনা (২৫) ও তাহমিনার ছেলে তাওহীদ (২)।
বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার ইসমাইল হোসেন জানান, আজ সোমবার দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশনে যাচ্ছিল। এ সময় রেললাইনের হাতিয়া অরক্ষিত রেল ক্রসিং দিয়ে একটি অটোরিকশা পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে ৩ জন নিহত হয়েছেন।
তিনি আরও জানান, লাশ থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ স্থানান্তর করা হবে।