মোঃ হাবিব উল্লাহ: খিদিরপুর ইউনিয়নের ১০ টাকা কেজি চাউলের ডিলার আঃমতিন, দীর্ঘদিন যাবৎ সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের ১,২,৩,৪,৫,৬ নং ওয়ার্ডের ১০ টাকা কেজি চাউলের কার্ডদারিদের মাঝে চাউল দিয়ে আসছে। পার্টনার হিসেবে জড়িত আছেন নয়াপাড়া গ্রামের স্বপন ও নাজমুল। তার ধারাবাহিকতায় গত ০৪ এপ্রিল তারিখে এই কর্মসূচির আওতায় যথাযথ কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী উপজেলার খাদ্যভান্ডার হতে চাহিদার, ১৩ হাজার ৮ শত কেজি চাউল উত্তোলন করে,কালোবাজারে বিক্রি করে দেয় । ডিলার আঃ মতিন নয়াপাড়া গ্রামের বাসিন্দা। তার স্ত্রী সখি আক্তার খিদিরপুর ইউনিয়নের ১,২,৩নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য।
সংরক্ষিত নারী সদস্য সখি আক্তার জানান, গত রাত থেকে আমার তার সাথে কোন যোগাযোগ নেই। এবং কোথায় আছে আমি জানিনা। তবে তার মোবাইল ফোন এর সুইচ অফ করে দিয়েছে। ডিলারির সমস্ত কাগজপত্র পার্টনার নাজমুল এর কাছে আছে বলে মনে হয়।
বিষয়টি সম্পর্কে জানতে নাজমুল এর বাড়িতে গেলে তিনি বলেন, আমি মতিন এর সাথে পার্টনার ব্যবসা করি তিনি আমার কাছ থেকে ৭০ হাজার টাকা নিয়েছেন।গত ৪ এপ্রিল সরকারী খাদ্য গুদাম থেকে চাউল উত্তোলন করেছে ঠিক কিন্তু চাউল নিয়ে সে খিদিরপুর আসেনি। চাউলের বিষয়ে তাহাকে আমি জিজ্ঞাসা করিলে সে বলেন, চাউল ৫ এপ্রিল না হয় ৬ এপ্রিল আসবে বলে আমাকে জানান। তারপর আর আমি কিছু জানিনা।
স্থানীয়রা জানান, রোববার ১০ টাকা কেজির খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের তারিখ নির্ধারণ করা হয়। সে অনুযায়ী বেলা ১১টার দিকে খিদিরপুর বাজারে মতিন ডিলারের স্টোররুম থেকে উপকারভোগীরা চাল নিতে আসেন। সেখানে দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকার পর ডিলারের দেখা না পেয়ে তার বাড়িতে খোঁজ নিতে যান তারা। পরে জানতে পারেন ডিলার মতিন খাদ্য গুদাম থেকে গত ০৪ এপ্রিল চাল উত্তোলন করে স্টোরে না এনে কালোবাজারে বিক্রি করে বিদেশ যাওয়ার জন্য বাড়ি থেকে পালিয়ে গেছেন।
উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরুজ মিয়া বলেন, ‘গত ০৪ এপ্রিল ডিলার মতিন খাদ্য গুদাম থেকে চাল উত্তোলন করেছেন। পরবর্তীতে তার সঙ্গে আমাদের কোন যোগাযোগ নেই।
তবে এ বিষয়ে,গত ১০ এপ্রিল মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দায়ের করেছেন অএ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মাহবুবুর রহমান জামিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম কাসেম বলেন, ‘বিষয়টি চেয়ারম্যান সাহেব আমাকে জানিয়েছেন। নীতিমালা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’