মোঃ হাবিব উল্লাহ: আজ ৬ রমজান পলাশ থানা পুলিশের আয়োজনে পলাশ থানাধীন ঘোড়াশাল পৌর অডিটরিয়ামে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ড. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, সংসদ সদস্য, নরসিংদী-২ জনাব, সৈয়দ জাবেদ হোসেন, চেয়ারম্যান, পলাশ উপজেলা , জনাবঃ আল মুজাহিদ হোসেন তুষার মেয়র , ঘোড়াশাল পৌরসভা ।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে পলাশ থানা এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, স্কুল-কলেজ, মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকবৃন্দ, পলাশ থানাধীন সকল পুলিশ ক্যাম্প, ফাঁড়ী, থানায় কর্মরত সকল পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য যে, জেলা পুলিশের আয়োজনে প্রতিদিন পুলিশ লাইন্স, নরসিংদীতে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে পুলিশ সুপার, নরসিংদীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত থেকে অফিসার ও ফোর্সের ইফতার ব্যবস্থাপনা তদারকিসহ ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।