আরাফাত আলী, সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জে ২৫০ গ্রাম গাঁজাসহ কাজী ইসলাম (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সে উপজেলার মৌতলা ইউনিয়নের মৃত কাজী জমিদুল ইসলাম।
জানা যায়, বুধবার (৬ এপ্রিল) সকাল ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক বিজয় কুমার সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় মৌতলা নামাজগড় এলাকায় ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করেন। এসময় তার দেহ তল্লাশি চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ইসলামের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক বিজয় কুমারবাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
এছাড়া তাকে বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।আরাফাত আলী, সাতক্ষীরা