নেত্রকোণা প্রতিনিধিঃ “সুরক্ষিত বিশ্ব,নিশ্চিত স্ব্যাস্থ্য “এই স্লোগানে নেত্রকোণায় বিশ্ব স্ব্যাস্থ্য দিবস ২০২২ পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৭এপ্রিল) সকাল ১০ টায় জেলা সিভিল সার্জন অফিসের সামনে থেকে জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে এক বণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা সদর হাসপাতালের কার্যালয়ের ইপিআই ভবনের সামনে গিয়ে শেষ হয়।
পরে ইপিআই ভবনের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডাঃ সেলিম মিয়ার সভাপতিত্বে বিশ্ব স্ব্যাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল (পিপিএম), মেডিক্যাল অফিসার শামসুজ্জামান,স্ব্যাস্থ্য শিক্ষা অফিসার জানে আলম খানসহ সিভিল সার্জন অফিসের কর্মকতাবৃন্দ।