জাতীয় সমাজকল্যাণ পরিষদ তহবিল হতে উপকারভোগীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন, নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।
অনুদান প্রদানের লক্ষ্যে চাহিদা ও প্রয়োজনীয়তার নিরীখে যাচাই-বাছাই করে, উপকারভোগী নির্বাচন করা হয়েছে উল্লেখ করে, প্রধান অতিথি তাঁর বক্তব্যে ঈদ-উল-ফিতর পূর্ববর্তী সময়ে পবিত্র রমজান মাসে প্রদত্ত এ অনুদান উপকারভোগীদের কষ্ট লাঘবে সহায়ক হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।
এসময় তিনি মোট ১৭৮ জন উপকারভোগীর প্রত্যেককে ১০,০০০/- টাকা করে মোট ১৭,৮০,০০০ টাকা বিতরণ করা হয়।
মোঃ হাবিব উল্লাহ