সুজন আলী, রাণীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার জনপ্রিয় সেচ্ছাসেবী সংগঠন বন্ধুত্বের হাতছানি ব্লাড ব্যাংক এন্ড দারিদ্র্য ফান্ড ২০২২-২৪ সালের নতুন কমিটি গঠন করা হয়েছে। ১লা এপ্রিল শুক্রবার রাণীশংকৈল খুনিয়া দিঘি স্মৃতিশোধ প্রাঙ্গণে আয়োজিত সভায় নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত মোতাবেক ৪ এপ্রিল চুড়ান্ত কমিটি ঘোষণা করা হয়। এসময় সকলের যৌথ মতামতের ভিত্তিতে হারুন উর রশিদকে সংগঠনের সভাপতি ও জাহিদ হাসান মিঠুকে সাধারণ সম্পাদক করে ২০২২-২৪ সালের ২ বছরের জন্য ৩০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির নাম ঘোষণা করেন আহবায়ক হারুণ উর রশিদ ।
কমিটিতে আব্দুল্লাহ আল নোমানকে ও রোকুনুজ্জামান রোকনকে সহ সভাপতি,
নাজমুল হোসেন ও আল আমিন রাব্বি যুগ্ম সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি যাত্রা শুরু করে। কমিটির অন্যান্যরা হলেন, খালেদ মাহমুদ সুজন সাংগঠনিক সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন, অর্থ সম্পাদক সিজান মাহমুদ, প্রচার সম্পাদক হোসেন আলী, দপ্তর সম্পাদক আকাশ আলী,
সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুল মান্নান, সমাজসেবা সম্পাদক সেলিম, ক্রীড়া সম্পাদক আকবর , সাংস্কৃতিক সম্পাদক সৌররাওয়াদী, মানবাধিকার বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক নাহিদ , স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা:আসিফ হোসেন , ধর্ম বিষয়ক সম্পাদক ফরিদ, যোগাযোগ বিষয়ক সম্পাদক মুসলিম উদ্দিন , কার্যনির্বাহী সদস্য মাসুদ রানা, সোহেল রানা, শাওন রহমান, রাসেল রানা , লেমন সরকার, আরমান আলী, শামীম , ফরিদ, আলিফ হোসেন, গোলাপ।
সংগঠনের সভাপতি হারুন উর রশিদ বলেন , এই সংগঠনের প্রধান লক্ষ্য উদ্দেশ্য হল মানবতার কাজ করা এবং নিয়মিত রক্তদানে সহায়তা করা ও রক্তদানে মানুষকে উৎসাহ প্রদান করা।