নাজমুল আদনান, ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইল থানার সন্ধানপুর ইউনিয়নে ৫ নং কুশারিয়া ওয়ার্ডে পাড়া কুশারিয়া গ্রামে দুলাল (৪৫) খালের জমি ভরাট করে ধান রোপন করছে এর ফলে খালের পানি চলাচল বিঘ্নীত হচ্ছে৷ এবংকি খালে পানি প্রবাহ হুমকির মুখে পড়েছে৷ এর ফলে আশে পাশে জমিতে৷ পানি একমাত্র উৎস খালের পানি৷ কিন্তু খাল বরাটের ফলে তা হুমকির মুখে পড়েছে৷
এলাকাবাসী এ নিয়ে ক্ষোপ প্রকাশ করছে৷ এই বিষয়ে সন্ধানপুর ইউনিয়ন ভূমি অফিসের সাথে যোগাযোগ করে তাদের অফিসে এবং ফোনে পাওয়া যায় নি৷ এলাকাবাসী এই খাল যেন আগের অবস্থার ফিরে যায় তার জোর দাবি জানিয়েছে৷