মারজানা আক্তার রিমি: শুরু হয়েছে রহমত, বরকত ও নাজাতের মাস মাহে রমজান। এই মাসে আমরা পরম করুনাময় মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে সুবেহ সাদিক থেকে সূযার্স্ত পর্যন্ত সিয়াম সাধনা করে থাকি, এবং নানান স্বাদের ভোজন ও রকমারি ফল-ফলাদি দিয়ে পরিবার-পরিজনের সাথে ইফতার করে থাকি।
কিন্তু কখনো কি আমরা ভেবে দেখেছি সমাজের দিনমজুর, রিকশাচালক, পথশিশুদের মিতো অসহায় মানুষদের কথা। যাদের কাছে পানি ই হয়তো সবচেয়ে সুস্বাদু ইফতারি। আর তাই পুরো রমজান মাস জুড়ে গো আপ ফাউন্ডেশন ‘রমাদান আপ্যায়ন’ প্রায় ১০ হাজার মানুষ কে ইফতার এবং সেহেরি করানোর প্রস্তুতি নিচ্ছে আলহামদুলিল্লাহ।
প্রতিদিন শতাধিক এরও বেশি মানুষ কে সেহেরি এবং দুই শতাধিক মানুষ কে ইফতার বিতরণ করবে গো আপ ফাউন্ডেশন ইনশাআল্লাহ। রাসুল (সা.) বলেছেন— রমজান মাসে যে ব্যাক্তি একজন রোজাদার কে ইফতার করায় সে ওই ব্যাক্তির সম্পুর্ণ রোজার সাওয়াব পায়। তাতে রোজাদারের সাওয়াব এ কোনো ঘাটতি হয়না।
গো আপ ফাউন্ডেশন আরো কাজ করছে পথশিশু,অসচেতন নারী, প্রতিবন্ধী, এবং ৩য় লিঙ্গের মানুষদের নিয়ে। সমাজের অসহায়, দুস্থ মানুষদের সাবলম্বি করে থাকে গো আপ ফাউন্ডেশন, যে প্রোজেক্টের নাম ‘প্রোজেক্ট স্বাধীনতা’।
গো আপ ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য যেকোনো ভালো কাজে এগিয়ে আসা। সমাজের যেকোনো ভালো কাজের সাক্ষ্যি হয়ে থাকতে চায় মানবতার এই প্রতিষ্ঠান।