আরাফাত আলী, কালীগঞ্জ প্রতিনিধি:
সাতক্ষীরায় স্ত্রীর মামলায় বরগুনা জেলার তালতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে আদালত।
তিনি বর্তমানে বরগুনা জেলার তালতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত আছেন। সে ঝিনাইদহা জেলার প্রতাপপুর গ্রামের আফছার উদ্দীনের ছেলে। রোববার (৩ এপ্রিল) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জি আযম ওই পুলিশ কর্মকর্তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
মামলা সূত্রে জানা গেছে, আনুমানিক ৭ বছর পূর্বে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৃত. আব্দুল মুজিদের কন্যা তানিয়া আরেফিন এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রফিকুল ইসলাম। বিবাহের পর থেকে বিভিন্ন সময়ে যৌতুকের দাবিতে স্ত্রীকে তানিয়াকে নির্যাতন করতেন ওই পুলিশ কর্মকর্তা । পুলিশে কর্মরত থাকায় স্ত্রী তানিয়া স্বামীর নির্যাতন সহ্য করে আসছিলেন। একপর্যায়ে উপায়ন্তর হয়ে ২০২১ সালে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন স্ত্রী তানিয়া।
মামলার খবর পেয়ে স্বামী রফিকুল ইসলাম বিভিন্ন সময়ে মামলা তুলে নেওয়ার জন্য তার ব্যসমেটদের দিয়ে হুমকি ধামকিও প্রদর্শন করে আসছিলেন বলে অভিযোগ করেছেন তার স্ত্রী।
উক্ত মামলায় রবিবার দুপুরে আদালতে হাজীর হয়ে রফিকুল স্থায়ী জামিন আবেদন করেন। কিন্তু আদালতের বিচারক এম জি আযম জামিননামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।