আরাফাত আলী, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরের পারিবারিক কোলহলের জের ধরে রশির সাহায্যে গলায় দড়ি দিয়ে দুই যুবক আত্নহত্যা করেছে। আত্নহত্যাকারী দুই যুবক হলো উপজেলার আটুলিয়া ইউনিয়নের বিড়ালক্ষী গ্রামের ফেরদাউস সানার ছেলে সোহেল (২০) ও একই এলাকার ছোটকুপট গ্রামের মিজান মোড়লের ছেলে সজিব (১৯)। ঘটনাটি ঘটেছে (১ এপ্রিল) উপজেলার বিড়ালক্ষী ইউনিয়নে।
জানযায়, পারিবারিক কলহের জের ধরে সকাল ১১ টার দিকে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে রশির সাহায্যে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে বিড়ালক্ষী গ্রামের সোহেল। এছাড়া দুপুর ২ টার দিকে পরিবারের উপর অভিমান করে নিজ রুমের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে ছোটকুপট গ্রামের সজিব।
পরিবারের সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে আলাদা ভাবে দুজনকেই শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন ৷এ বিষয় শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।