মায়িশা ইসলাম রুপা, ঢাকা: আজ ২৮ মার্চ,রোজ সোমবার।দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ডাকা অর্ধদিবস হরতাল পালিত হয়েছে সারা বাংলাদেশে।মিছিল ও সভা সমাবেশ করেছে বাম গনতান্ত্রিক জোট(এলিডএ)।রাজনৈতিক দলের ৮ টি বামপন্থী পার্টির এলডিএ সকাল ৬টা৷ থেকে ১২ টা অব্দি হরতাল পরিচালনা করেছে।
ভোজ্য তেল,চাল,ডাল,পেয়াজসহ খাদ্যপন্যের লাগামহীন মূল্যবৃদ্ধি প্রতিরোধ ও গ্যাস বিদ্যুৎ ও পানির মূল্যবৃদ্ধির অপতৎপরতা বন্ধে কার্যক্রম চালায়।
শান্তি সমাবেশে হরতাল চলছে কিন্তু কিছু স্থানে তার উল্টো চিত্র ধারন করেছে। পল্টন হরতালের অন্যতম জনসমর্থকের মিছিলের অগ্রভাগে প্রদর্শন ছিল”দ্রব্যমূল্যের দাম কমাও,মানুষ বাঁচাও।
শাহবাগে বাম গনতান্ত্রিক জোটের সমন্বয়কারী মিছিল করেছে।তাদের প্রতিবাদের মূলস্তবক”ফ্যাসিবাদী দুঃশাসন।পৌনে সাতটায় টায়ার জ্বালিয়ে হরতাল শুরু হয়।চরম ভোগান্তি পোহাতে হয় সাধারণ জনগনের,কর্মচারী এবং শিক্ষার্থীদের।
আজ হরতালে ।
চাল, ডাল, তেল সহ দ্রব্যমূল্য কমানো এবং পানি-বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোর পাঁয়তারা বন্ধের দাবিতে এই হরতাল ।
অন্তত বাংলাদেশের বাম জোটের মনে হয়েছে এই প্রতিবাদটা করা দরকার । সাধারণ জনগনের উচিত ছিল স্বতস্ফূর্ত ভাবে এই হরতাল সফল করে সরকারকে দেখিয়ে দেওয়া আমরা কতটা ত্যাক্ত -বিক্ষুব্ধ ! এই হরতাল তো রাষ্ট্র ক্ষমতায় যাওয়া বা নিরপেক্ষ নির্বাচনের দাবীতে না , মৌলিক চাহিদার হরতাল , ভাত -কাপড়ের হরতাল । আমাদের তো খেতে-পরতে সত্যিই সমস্যা হচ্ছে , তার পরও সবাই এমন প্রতিবাদহীন কেন ! কোন প্রতিবাদ নাই বলেই এই দেশে কেবল অনাচার বেড়েই চলে । সাঁতার শিখতে বা খিচুড়ি রান্না শিখতে সরকারী কর্মকর্তারা জনগনের শতকোটি টাকা লোপাট কেন করবে না বলেন , কারো তো কোন প্রতিবাদ নাই !
মিরপুরে নয় জনকে গ্রেফতার করেছে পুলিশ।
দ্রব্যমূল্যের অসহনীয় ঊর্ধ্বগতির প্রতিবাদে ডাকা শান্তিপূর্ণ হরতাল চলাকালে রেশনখোর পেটোয়া পুলিশ বেপরোয়া আক্রমণ করে পিকেটারদের উপর। উত্তেজিত পুলিশের হাত থেকে নেতাকর্মীদের রক্ষা করতে গেলে পুলিশের লাঠিচার্জের শিকার হন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ সাকি, কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা জেলার আহ্বায়ক বাচ্চু ভুঁইয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য মিজান রহমান সহ আরোও অনেকে।
এরমধ্যে বাচ্চু ভুঁইয়া গুরুতরভাবে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। জণগণের বৃহত্তর ঐক্য গড়ে তুলে এই ফ্যাসিবাদী সরকারকে এই হামলার সমূচিত জবাব দেওয়া হবে।