মোঃ হাবিব উল্লাহ: নরসিংদীর শিবপুর থানাধীন পুটিয়া ইউনিয়নের কামারগাঁও গ্রামে আজ রবিবার ধানক্ষেতে কিশোর মিলন মিয়া নামে এক রিকশাচালকের লাশ পাওয়া যায়। পরে আজই ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। এ সময় শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার লাশ সনাক্তসহ ঘটনার মূল রহস্য উদঘাটনের জন্য শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
শিবপুরে লাশ উদ্ধার, ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার নরসিংদী
