মোহনীয় মাগুরার মডেল অরগানাইজেশান নবগঙ্গা ফাউন্ডেশন মাগুরা মহান স্বাধীনতা দিবস উপলক্ষে লাল সবুজের স্বাধীনতা নামে একটি ব্যাতিক্রমী ইভেন্টের আয়োজন করে।
ফাউন্ডেশনের সেক্রেটারি বোরহান উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট জনাব জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক জাকির মোল্লাসহ স্থানীয় গুণীজন।
মাদরাসার একঝাঁক শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশের জাতীয় পতাকা, স্বাধীনতার গল্প এবং মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ কনটেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জনাব জিয়াউর রহমান বলেন— ‘তরুণরাই আগামীর বাংলাদেশ। নবগঙ্গা ফাউন্ডেশনের এই পরিচ্ছন্ন পথচলা গতিশীল হোক।’
নফমের সাধারণ সম্পাদক বোরহান উদ্দীন বলেন— ‘এই অহংকার অর্জনের প্রয়াসে পূর্ব বাংলার জনতা নেমে ছিলো তাদের স্বাধীনতা অর্জনের যুদ্ধে। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। কিন্তু বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পেছনে রয়েছে সুদীর্ঘ রক্তঝরা ইতিহাস। এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে এ স্বাধীনতা।’
শিশুদের মাঝে পতাকা উৎসব করে চেতনা জাগ্রত করার মধ্য দিয়ে আয়োজন সমাপ্ত হয়।