নেত্রকেণা প্রতিনিধিঃ নেত্রকোণায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হচ্ছে।
সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা হয় । জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে শহীদের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে ।
এ সময় সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি, জেলা প্রশাসক কাজি আব্দুর রহমান , জেলা পুলিশ সুপার আকবর আলী মুন্সী,জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়সহ মুক্তিযোদ্ধা , বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনগুলো।
অন্য দিকে সকাল ৮ ঘটিকায় নেত্রকোণা আধুনিক স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও জেলার দশ উপজেলাতেও নানান কর্মসূচির মধ্য দিয়ে এ দিবসটি উদযাপিত হয়।
নেত্রকোণায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ পালিত
