নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়ায় মেধা যাচাই প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও রত্নগর্ভা মায়েদের মাঝে সম্মাননা প্রদান করা হয়েছে।
আজ শুক্রবার বিকেলে উপজেলার পাইকুড়া ইউনিয়নের করিম খাঁ গাতী গ্রামের অধ্যক্ষ মাওলানা আব্দুস সোবাহান স্মৃতি ফাউন্ডেশনের উদ্যাগে পাইকুড়া কানীবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কর্মসূচি পালিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ বদরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. রফিকউল্লা খান। এর আগে তিনি বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
প্রধান বক্তা হিসেবে ছিলেন, ইউএস বাংলা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডাঃ মোঃ আজিজুল ইসলাম।
এ ছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে মেধা যাচাই প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্র্যাস্ট, বই, সার্টিফিকেট ও এলাকার তিনজন রত্নাগর্ভা মাকে সম্মাননা প্রদান করা হয়।
প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
নেত্রকোণায় মেধা যাচাই প্রতিযোগীতার পুরস্কার ও রত্নগর্ভা ‘মা’য়েদের সম্মাননা প্রদান
