আরাফাত আলী, সাতক্ষীরা (কালিগঞ্জ) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে আব্দুল আলিম শেখ (৪৯ ) নামে এক মাদকসেবীকে গাঁজা সেবনের অপরাধে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।সে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের রঘুরামপুর গ্রামের মৃত আব্দুল শেখের ছেলে। জানাযায়,মঙ্গলবার (২২ মার্চ) সকাল সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক বিজয় কুমারের নেতৃত্বে আলিম শেখের বাড়িতে অভিযান পরিচালনা করে সাতক্ষীরার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।এসময় গাঁজা সেবনরত অবস্থায় আটক করে আলিমকে। পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের নিবার্হী ম্যাজিস্টেট ও কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই মাদকসেবীকে ৩ মাসের কারাদণ্ড এবং ৫’শ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভ্রাম্যমান আদালতে সাজাপ্রাপ্ত আসামি আলিমকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
কালিগঞ্জে মাদকসেবীকে তিন মাসের কারাদন্ড
