নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার আটপাড়া উপজেলা প্রেসক্লাবে সোমবার (২১ মার্চ) রোপনকৃত ধানের চারা নষ্ট করার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মো: পুতুল পাঠান। তিনি লিখিত বক্তব্যে জানান যে, লুনেশ্বর ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন লক্ষীপুর মৌজায় হাঁসকুড়ি বিলের চারপাশ পলি মাটি দ্বারা ভরাট হওয়ায় ভূমিহীন পরিবার হিসেবে দীর্ঘ প্রায় ৩০/৩৫ বৎসর যাবৎ খালের পাশ্ববর্তী স্থানে বোরো মৌসুমে ধান চাষ করিয়া জীবিকা নির্বাহ করিয়া থাকেন।
এলাকার কিছু মৎস ব্যাবসায়ী ব্যক্তি হাঁসকুড়ি বিলে খনন কাজ করতে গিয়ে তাদের রোপনকৃত ধানের চারা বিনষ্ট করে। এতে প্রায় ১ হাজার মন ধান উৎপাদন হতো। যার ক্ষতির পরিমাণ প্রায় ১০ লক্ষ টাকা। এতে খালের পাড়ের প্রায় বেশ কিছু পরিবার নিঃস্ব হয়ে পড়েছে।
তাছাড়া ইজারাদার মো: জৈতন মিয়া গং অসৎ উদ্দেশ্যে নীতিমালা বহির্ভূত ভাবে বিলের পানি শুকিয়ে মাছ আহরণ ও বিষ প্রয়োগ করে মাছের রেনু নষ্ট করেছেন। বিষ প্রয়োগে মৃত মাছ খেয়ে বিভিন্ন প্রজাতির পাখি মারা যাওয়ার অভিযোগ তুলেছেন।
তিনি আরো জানান, ফসল উৎপাদনের জন্য তারা বিভিন্ন ব্যক্তি বা এনজিও কর্তৃক ঋণ গ্রহণ করেছেন। এহেন অবস্থায় তারা ঋণ পরিশোধ করতেও সম্পূর্ণ ব্যর্থ। ভূমিহীন পরিবার গুলো মানবেতর জীবন-যাপন করিয়া আসিতেছেন।
এ ধরণের ঘটনার সাথে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেন।
নেত্রকোনার আটপাড়ায় রোপনকৃত ধানের চারা নষ্ট করার প্রতিবাদে সংবাদ সম্মেলন
