নেত্রকোণা প্রতিনিধিঃ বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ শনিবার সকালে রাজধানী ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।
তিনি ১ ফেব্রুয়ারি ১৯৩০ সালে নেত্রকোণার পেমই গ্রামে জন্মগ্রহণ করেন।
আজ দুপুর ৩টার দিকে হেলিকপ্টারে করে তাঁর মরদেহ নেত্রকোণার কেন্দুয়ায় তাঁর নিজ গ্রাম পেমই-এ আনা হয়। সেখানে গার্ড অব অনার প্রদান, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে ৪ টায় প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে হেলিকপ্টারে করেই মরদেহ ঢাকায় ফিরিয়ে নেয়া হয়। আগামীকাল রবিবার সকাল ১০টায় জাতীয় ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন সম্পন্ন করার কথা রয়েছে।