নোমান আল মামুন:
দূরে যে ঐ সবুজ ঘেরা
চিরচেনা ভূমি,
রক্ত দিয়ে অর্জিত তা
আমার জন্মভূমি।
দেশটি আমার চারিদিকে
সবুজ শ্যামল শুধু,
মন কাড়ানো প্রকৃতি তার
নয়তো কভু ধূধূ।
বিপ্লবে এক এসছে বিজয়
দীর্ঘ দিনের শেষে,
দেশটাকে পাই অবশেষে
স্বাধীনতার বেশে।
প্রভাত বেলায় তেপান্তরে
ঐ যে চাষী সবে,
রাখাল ছেলে গরু’ই মাঠে
মাঝ দুপুরে রবে।
পাল তুলে যায় কিছু মাঝি
ছোট্ট নদীর তীরে।
জেলেদেরই পটলা ভরা
রুই কাতলার ভীড়ে।
শরতের ঐ দিনগুলোতে
কাশফুলেরই হাসি,
অরুণ তরুণ উড়তে ঘুড়ি
বড্ড ভালোবাসি।
আমার দেশের সোনার মানুষ
যারা দেশের চাষি,
সকাল বিকেল খেটে তারা
মুখে ফুঁটায় হাসি।