ধরো, তোমার হাতে আমি একটা নীল কাগজ দিলাম
তাতে কিচ্ছু লেখা নেই, একদম কিচ্ছুনা।
তুমি কী করবে, ভাববে কেন দিলাম?
কিছু লিখতে দিলাম নাকি আঁকতে
এইতো দ্বিধা ?
আচ্ছা ধরো, তোমার ফোনে একটা টেক্সট পাঠালাম
তাতেও কিচ্ছু লেখা নেই, একদম কিচ্ছুনা।
তুমি কি প্রশ্ন করবে কেন দিলাম?
অথবা অনুযোগ করবে একটা শব্দওতো লিখতে পারতাম
কেমন আছো ?
ঘুমে না জেগে ?
সে প্রশ্নও করতে পারতাম।
আচ্ছা বাদ দাও, এবার না হয় কিচ্ছু দিলাম না
অহেতুক ভুল ধরলাম, টিপটা ঠিকমতো লাগানো হয়নি
কী করবে ?
আগে আয়না দেখবে নাকি ঠিক করে দিতে বলবে?
ধরো, হঠাৎ করেই তোমার সামনে দাঁড়িয়ে হাত বাড়ালাম
কী করবে ?
হাত রাখবে না দূরে সরে যাবে?
আচ্ছা এসব বাদ দাও অনর্থক কিছু দেবোনা, কোন মিথ্যে অভিযোগও নয়
এবার কিছু চাইবো, যাকিছু ইচ্ছে হয় তোমার
কী দেবে আমায়?
জোৎস্না নাকি জোনাকির আলো?
অথবা প্রত্যাখ্যান, নতমুখী কিছু অশ্রাব্য অভিশাপ নাকি ভালোবাসা ?
বিষাদ, অনুরাগ যাই দাও, তবে তোমার ইচ্ছে মতো কিছু দিও,
অসমাপ্ত রেখোনা এই অনির্দিষ্ট চাওয়াটুকু, কেবল শূন্যতা হলেও দিও।।