পবিত্র ফুলের পাঁপড়ি শুকিয়ে যায় কারো হৃদয় কার্নিশে
আমি আঁধার রাতে পানশালায় যাই
প্রাক্তণের হৃদয়ের নগ্নতা দেখে ক্রোড়ে দুঃখ চেঁপে উদ্দাম পথ চলি!
মানুষ প্রেমহীতার ক্লান্তি নিয়ে মরে গেলে তাকে গোলাপের শহরে প্রেরণ করা হোক
যেখানে নিহত আত্মা গোলাপের ঘ্রাণে বেঁচে থাকে প্রজন্মের যুগল হাতে
বুকে সিন্দুসম প্রেমের প্রতিশ্রুতি
অন্তরে রাখা বিষাদের ফুল
যেন নিহত হৃদয়ের আলোকচিত্র অঙ্কন করে,
নিশিথের অন্ধকারে দুঃখ গুলো দীর্ঘ হয়
জীবনের উপরে তীক্ততা ভর করে!
তোমার প্রস্তান দেখি,
তোমার বুকের উড়না আকাশে উড়তে দেখি
তোমার উদাস বিকেলী চঞ্চলতা দেখি!
তোমাকে ফিরতে দেখিনা!
এভাবে ফিরতেও নেই
প্রথম প্রতিশ্রুতি নস্ট করলেও
দ্বিতীয়’টি নস্ট করতে নেই প্রিয়ো।