প্রাকৃতজনের ভিড়ে
আইয়ুব মুহাম্মদ খান
সোনার বাংলার সোনার মানুষ
যেথায় থাকে পড়ে,
মধু মাখানো মন ভরানো
মকড়া নদীর পাড়ে।
সময়ের শেওলা উঁকি মারে
জীবনের স্বাদ তাঁরে টানে
তারায় তারায় সজীব খেলায়
কে রয়েছে কাহার মনে!
কতো আলো কতো আঁধার
চাঁদ সুরুজের নীড়ে
বিরামহীন এক ভাবনা আহার
জনে-জনের ভিড়ে।
উথাল পাথাল ঢেউ দেখি না
নদীর এপার ওপার
রূপ রূপালী গোপ গোপালী
তারাই কেবল যুপার।
নেত্রকোনার সাতপাই বারহাট্টা
বালিশ মিষ্টি, সিদল শুঁটকি
যতীন সরকার আছেন সেথায়
হাসতে হাসতে বলেন চুটকি।।