মেয়ে হয়ে জন্মেছি বলে
আমার পুরো জন্মটাই অন্ধকারাবৃত।
একখণ্ড যাযাবরী ঘূর্ণিবায়ুর মত
ঝড়ের আঘাতে ছিনমিন,
ভেবেছিলাম পরজন্মে ফুল হয়ে জন্মাবো।
এক পাহাড়ের ধাক্কায় গুড়িয়ে গেছে
আমার ফুল হয়ে বেড়ে ওঠার স্বপ্ন।
এভাবে কেটে গেছে আমার ছয়টি জন্ম।
৭ম জন্মে কাঁটাবিহীন গোলাপ হয়ে ফুটবো।
গোলাপের প্রতিটি পাপড়ির রং হবে গাঢ় সবুজ।
গোলাপের এমন রঙে ঝলঝল করে উঠবে
পৃথিবীর প্রতিটা অন্ধ গলি।
সুবাসে রাজনীতিবিদগণ ভুলে যাবে তার মিথ্যানীতি।
পাপীরা ভুলে যাবে নষ্ট হাতে খুবলে খাওয়া,
মানুষগুলো বৃক্ষের মত মস্তক উড্ডীন
করে দাঁড়িয়ে বলবে,
আমি মানুষ,
লিঙ্গবৈষম্য দুর্ভেদ করে জেগে উঠবে মানবতা,
শুনবে হাওয়ায় মৈত্রিবন্ধনের গান
আর আমরা সবাই মানবতার সন্তান।
অজস্র বছর ধরে এমন একটি জন্মের অপেক্ষায় আছি।
পুনর্জন্মের চাওয়া – আজমিনা আক্তার
