আউলা চুলে বাউলা বেশে
ঘুরি পথে পথে,
কেমন করে ভুলে যাবো
হৃদয় ভাঙা স্রোতে।
তোমার সাথে প্রেমও রসে
খেলছি কত খেলা,
ভুলতে চাইলেও যায়না ভোলা
ডুবে যায় যে বেলা।
হঠাৎ একদিন কাছে এসে
আমায় বলে ছিলে,
তোমার প্রিয়া মরে যাবে
আমায় ভুলে গেলে।
প্রেমের নামে করছো তুমি
আমার সাথে খেলা,
সৃষ্টি কর্তা তোমায় একদিন
নিশ্চয় করবে হেলা।
হৃদয় ভাঙা মসজিদ ভাঙা
সমান কথা হলে,
বুঝতে পারবি পাজর ভাঙা
কষ্ট কাকে বলে।
আমি আমার হৃদয় থেকে
মুক্ত করলাম তোকে,
বিচার হবে ঐ পাড়ে তোর
বলছে কত লোকে।