এ হৃদয়ে শূন্যতা হাহাকার
যা-কিছু সব তোমাকে ঘিরে
ক্লান্তি হতাশা করেছে ভর
দেহের প্রতিটি অঙ্গ জুড়ে।
একাকিত্ব ঘাতক ব্যাধির ন্যায়
এ দেহ মন কুড়ে কুড়ে খায়
বেদনার নোনা জল দুনয়নে
অনল স্রোত হয়ে প্রবাহিত হয়।
হৃদয়ের একটি নিভৃত কোন
হয়ে আছে ভীষণ শূন্য
একটুখানি ভালোবাসা পেলে
এ জীবনটা হতো ধন্য।
তোমাকে একটু দেখার জন্য
দুটি আঁখি হয়ে আছে খাক
অনুভবে অনুক্ষণে সারাবেলা
শুনি সুললিত কন্ঠের ডাক।
অতীত মধুর স্মৃতিচারণে
অশ্রুসিক্ত হয় এ দুটি আঁখি
তোমার ভালোবাসা বিহনে
কিভাবে এ ভবে বেঁচে থাকি।
তোমাকে যতই ভুলে থাকতে চাই
তোমার স্মরণ ততই বেশি কাঁদায়
তুমি চির অম্লান হয়ে আছো
আমার স্মৃতির প্রতিটি পাতায়।
বিষন্নতা দুর্দহন বেঁধেছে বাসা
আমার এ প্রাণের কক্ষ কন্দরে
দুঃখের জাহাজ নোঙ্গর করেছে
বেদনায় বিমর্ষ হৃদয় বন্দরে।