জেসিআই ঢাকা ডায়নামিক এর তৃতীয় প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উপলক্ষে আয়োজিত সারাদিন ব্যাপি বিনামূল্যে চিকিৎসা সেবা ও চক্ষু সেবা প্রদান করা হয় ঢাকার প্রাণকেন্দ্র ফার্মগেটের পূর্ব রাজাবাজারের আলট্রা চাইল্ড এইড সেন্টারে।জেসিআই ঢাকা ডায়নামিক এর প্রতিষ্ঠাতা এবং ২০২২ সালের স্থানীয় সভাপতি সিনেটর এস. এম. তানভীর সাদ্ আকাশ এই অনুষ্ঠানটি উদ্বোধন করেন। ডাঃ রেজাউল করিম তুষার ও উনার সহধর্মিনী ডাঃ তাহরীমা তাজ রিনা এবং ডাঃ সাদিয়া জেরী সহ তাদের সহকর্মীরা চিকিৎসা সেবা প্রকল্পটি বাস্তবায়নের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখেন।পাশাপাশি বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় লাজ ফার্মালিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এবং গ্লোব ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর পক্ষ থেকে।
চক্ষু সেবায় নিয়োজিত ছিল ময়না মোবাইল আই হস্পিটাল লিমিটেড। অনুষ্ঠানটিতে অন্যান্য পৃষ্ঠপোষক ছিল লা টিম বি কমিউনিকেশন লিমিটেড, এম.কে. রহমান ফাউন্ডেশন এবং প্রদীপ কুমার মজুমদার।তাদের সহযোগিতার পথ ধরেই জেসিআই ঢাকা ডায়নামিক প্রায় ১০০০ জনকে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করে।অনুষ্ঠানটিতে জেসিআই ঢাকা ডায়নামিকের পরিচালনা পর্ষদ সহ অন্যান্য সদস্যরা এবং ও’বন্ধুর স্বেচ্ছাসেবক দল সার্বিকভাবে সহযোগিতা করেছে।