একটি সুখী জীবন সকলেরই প্রত্যাশা। কিন্তু সুখ কখনোই নিজ থেকে এসে ধরা দেয় না। মাত্র একটি ভুল পদক্ষেপের কারণেও আমাদের জীবনের সকল সুখ কষ্টে পরিণত হতে পারে । শুধুমাত্র সঠিক পরিকল্পনার মাধ্যমেই জীবনে সুখ পাওয়া সম্ভব। সঠিক পরিকল্পনার অন্যতম ধাপ হলো Life Mapping | Life Mapping যা ব্যক্তিগত উন্নয়নের জন্য ব্যক্তির সামগ্রিক দিককে অন্তর্ভুক্ত করে তার আকাঙ্খা এবং লক্ষ্যগুলির একটি চাক্ষুষ উপস্থাপনা তৈরি করে। ফলাফল স্বরুপ এটা আমাদের স্পষ্টতা অর্জন করতে সাহায্য করে এবং আমরা সত্যিকারের গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে ফোকাস করতে পারি।
শিক্ষার্থীরা যেন তাদের লাইফ ম্যাপিং করে লক্ষ্য অর্জনের জন্য সঠিক পরিকল্পনা করে এগিয়ে যেতে পারে এবং হতাশা থেকে মুক্তি লাভ করে সুখের সন্ধান পায় সেই উদ্দেশ্যকে সামনে রেখেই সাইকোলজি স্টুডেন্টস এসোসিয়েশন ( পিএসএ) গত ২৫ আগস্ট,২০২৩ ইং তারিখে “লাইফ ম্যাপিং” শিরোনামে কর্মশালাটির আয়োজন করে। ফ্যাসিলিটেটর হিসেবে ছিলেন মোঃ মিরাজ হোসেন (পিএইচডি ফেলোশিপ ইন ফরেনসিক সাইকোলজি, ন্যাশনাল ফরেনসিক সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, ভারত)। আরও ছিলেন মোঃ জোবায়ের ( মাস্টার্স ইন স্কুল সাইকোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয়)। তিনি মনোবিজ্ঞান সংশ্লিষ্ট ক্যারিয়ার গঠনের দিক নির্দেশনা দেন।

কর্মশালাটি নিয়ে পিএসএ এর প্রতিষ্ঠাতা সদস্য সালমান রশিদ শান্ত বলেন -“সাইকোলজি কে শুধু পড়ার জন্য নয় নিজের ভেতর ধারণ করার জন্য। পিএসএ এখন একটা গাছের চারার মত যা আগে একটা শুধু বীজ ছিল ধীরে ধীরে আমরা একটা সুন্দর ফলাধার গাছে পরিণত হব।”
পিএসএ এর সভাপতি মোঃ রাফিউর রহমান বলেন –
“২০১৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের কিছু তরুণ উদ্যোক্তার উদ্যোগ নেওয়ার মাধ্যমে ‘সাইকোলজি স্টুডেন্টস এসোসিয়েশন’ এর জন্ম হয়। এবং তা ধীরে ধীরে ২০২০ সালে করোনাকালীন সময়ে সারা দেশে ব্যাপ্তি লাভ করে। এর পেছনে যাদের অবদান সবচেয়ে বেশি তারা হলেন ক্যাম্পাস এম্বাসেডর, ক্যাম্পাস লিডার ও কার্যনির্বাহী কমিটির সদস্যগণ। তাদের অবদানেই পিএসএ আজ সারা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীদের সাথে নিয়ে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক কাজ করে যেতে পারছে এবং তাদের দক্ষতা বৃদ্ধি করতে পারছে।”
পিএসএ এর জনসংযোগ ও মানবসম্পদ ব্যবস্থাপক আশিক আহমেদ সিফাত বলেন – “পিএসএ থেকে ক্যাম্পাস এম্বাসেডরদের জন্য স্কিল ডেভেলপমেন্ট সহ আরও কিছু ওয়ার্কশপ এর আয়োজন করা হয় যা তাদের পরবর্তী জীবনে বেশ কাজে লাগে।” তিনি আরও বলেন, “২০২৩-২৪ সেশন এর জন্য সামনেই ক্যাম্পাস এম্বাসাডর নিয়োগ শুরু হবে আশা করবো আপনারা আমাদের সাথে যুক্ত হবেন। এতে আপনারা সারাদেশের Psychology field এর মানুষের সাথে সহজেই যুক্ত হতে পারবেন।”এই দিন PSA এর ২০২২-২০২৩ কালিন ক্যাম্পাস এম্বাসেডররা প্রোগ্রাম সফল করার দায়িত্ব পালন করেন এবং তন্মধ্যে অন্যতম হাবিবুল্লাহ বাহার কলেজের ক্যাম্পাস এম্বাসেডর আবরার ফারদিন উপস্থাপক হিসেবে প্রোগ্রাম সুন্দরভাবে পরিচালনা করেন।